অনার্সে ভর্তি হওয়ার নিয়ম ২০২৩ | অনার্স ভর্তি কত টাকা ২০২৩ | Honours Admission Form Fill Up 2023

DeshInfoBD
0

অনার্স ভর্তির ফলাফল প্রকাশ ও ভর্তি হওয়ার সঠিক নিয়ম

যেসকল শিক্ষার্থী অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের প্রথম মেধাতালিকার ফলাফল ঘোষণা করা হয়েছে । যারা ১ম মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের জন্য আজকের পোষ্ট । এই পোষ্টে আলোচনা করা হবে কিভাবে সঠিক ভাবে অনার্সে ভর্তি হবেন এবং ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এবং ভর্তি হতে কত টাকা খরচ হবে । 

Honours Admission Confirm 2023
অনার্স ভর্তির সব কিছু

২০২৩ অনার্স ভর্তির শেষ  তারিখ 

১ম মেধাতালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ১৯ মে ২০২৩ তারিখ হতে ২৮ মে ২০২৩ তারিখ বিকাল ৪ টা পর্যন্ত ভর্তি হতে পারবেন । এবং কলেজ কর্তৃক ভর্তি ফি জমা ও নিশ্চয়ন করে ৩১ মে ২০২৩ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে । যারা এই তারিখের ভিতরে ভর্তি হবেন তারা আগামী ১ জুন ২০২৩ তারিখ থেকে কলেজে ক্লাস করতে পারবেন । 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথমবর্ষ ভর্তির নিয়ম ২০২৩ 

প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ অনার্স প্রথমবর্ষে ভর্তি হওয়ার জন্য প্রথমে অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি পূরণ করে সেটা প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে । চূড়ান্ত ভর্তি ফরমটি সংগ্রহ করতে এখানে ক্লিক করুন । তারপর আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে অনার্স ট্যাব দেখতে পারবেন ।

National University
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

তারপর বামপাশে দেখতে পারবেন আপ্লিক্লায়েন্ট লগইন এই লিখাতে ক্লিক করবেন তাহলে আপনাকে অন্য একটি নতুন পেজে নিয়ে যাবে ।

Honours Login
লগইন পেজ

নতুন পেজটি হবে এই রকম

Honours Login System
লগইন করুন

এখানে আপনাকে আপনার রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগইন করতে হবে।

অনার্স প্রথমবর্ষ ভর্তি ফরম পূরণ ২০২৩

এখানে রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগইন করার পর দেখতে পারবেন কনগ্রেচলোশান লিখা আছে এবং আপনার সাবজেক্ট ( বিষয় ) এবং কলেজের নাম উল্লেখ করা থাকবে । তার নিচে এডমিশন ফর্ম নামে একটি লিখে দেখতে পারবেন আপনাকে এডমিশন ফর্ম লিখতে ক্লিক ( চাপ ) দিতে হবে । এডমিশন ফর্মে ক্লিক করলে নতুন পেজ আসবে সেখানে আপনার কলেজ নাম নিজের নাম পিতামাতার নাম ও কলেজ কোড দেখতে পারবেন আর এই গুলো আগে থেকেই পূরণ করা থাকবে । এর নিচে কিছু খালী বক্স দেখতে পারবেন আর ঐ সকল খালি বক্স গুলো আপনাকে পূরণ করতে হবে যেমন নাশানালিটি ( জাতীয়তা ) রিলিজিয়ন ( ধর্ম ) বিবাহিত নাকি অবিবাহিত সেটা সিলেক্ট করতে হবে এবং গার্ডিয়ানের নাম ও মোবাইল নম্বর দিতে হবে এবং বার্ষিক আয় দিতে হবে । তার নিচে দেখতে পারবেন লিখা আছে ইংরেজীতে আপনি কি আপনার সাবজেক্ট ( বিষয় ) পরিবর্তন করতে চান যদি না চান তাহলে নো ( না ) সিলেক্ট করবেন । 


অনার্স ভর্তি প্রথম মেধাতালিকার রেজাল্ট দেখুন

তারপর আপনকে আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দিতে হবে।  প্রথমে স্থায়ী ঠিকানা এবং পরে অস্থায়ী ঠিকানা দিতে হবে।  এসকল তথ্য দেওয়ার পরে ভালো করে দেখে নিবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে এখানেই ঠিক করে নিন কারণ পরে আর সংশোধন করতে পারবেন না আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে সেভ ইনফরমেশন লিখাতে ক্লিক করুন । তাহলে আপনাকে একটি ভর্তি ফরম ( পিডিএফ ) দিবে এই ফর্মটা আপনাকে প্রিন্ট করে নিয়ে কলেজে জমা দিতে হবে । 

অনার্সে ভর্তি হতে কি কি কাজগপত্র লাগবে

১ . ভর্তির চূড়ান্ত ফরমের হার্ডকপি - ২ কপি ।

২ . এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট ও ফটোকপি - ২ কপি ।

৩ . পাসপোর্ট সাইজের রঙিন ছবি - ২ কপি ।

৪ . এইচএসসির প্রশংসা পত্র - ১ কপি ।

৫ . ভর্তির ফি জমা দেওয়া রশিদ ।

৬ . এসএসসি ও এইচএসসির এডমিট কার্ডের ফটোকপি -২ কপি ( অনেক কলেজে প্রযোজ্য নয় ) । 

অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে

অনার্স ভর্তি সরকারী কলেজের ভর্তি ফি

 মানবিক বিভাগে ৪৫০০ টাকা

 বাণিজ্য বিভাগে ৪৮০০ টাকা

 বিজ্ঞান বিভাগে ৫৫০০ টাকা 

 বিভিন্ন জেলা ও কলেজ ভিত্তিক এই টাকার পরিমাণ একটু কম বেশি হতে পারে । 

অনার্স ভর্তি বেসরকারি কলেজের ভর্তি ফি কত

মানবিক শাখা ৭০০০ টাকা

বাণিজ্য শাখা ৮০০০ টাকা

বিজ্ঞান শাখা ৯০০০ টাকা

বেসরকারি কলেজের ফি সঠিকভাবে বলা যায় না তবে ধারণা মতে উপরে দেওয়া টাকার পরিমাণ অনুযায়ী ভর্তি হওয়া যায় । 

পোষ্ট ট্যাগ :  অনার্স ভর্তি, অনার্স ভর্তি সঠিক পদ্ধতি, অনার্স ভর্তির চূড়ান্ত ফরম, ১ম মেধাতালিকায় সুযোগ ফেলে ভর্তি হবো কিভাবে, অনার্স প্রথমবর্ষে ভর্তি ২০২৩, অনার্সে ভর্তি হতে কি কি লাগে এবং কত টাকা লাগবে ।





Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top