ট্রেনের টিকিট কাটুন অনলাইলে । How To Buy Railway Ticket

DeshInfoBD
0

অনলাইনে ট্রেনের টিকিট কাটুন আপনার মোবাইল দিয়ে । How To Buy Train Ticket 

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সুবিধা

বর্তমান সময়ে রেল স্টেশনে গিয়ে টিকিট কাটা অনেক ঝামেলার বিষয় , কারণ কাউন্টারের সামনে অনেক মানুষের ভীড় থাকে তাছাড়া অনেক সময়ও ব্যয় হয় । তাই এই সকল ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো অনলাইনে ট্রেনের টিকিট কাটা ।

খুব সহজে কিভাবে ট্রেনের টিকিট কাটা যায়

ট্রেনের টিকিট কাটার জন্য ই-টিকিট বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে । কীভাবে বাংলাদেশ রেলওয়ে তে একাউন্ট খুলবেন বিস্তারিত জানতে ক্লিক করুন

নীচের ধাপ গুলো অনুসরণ করে সহজেই টিকিট কাটুন

এবং নিচে থাকা স্ক্রিন শট গুলো ফলো করতে পারেন

বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে আপনার একাউন্ট লগইন করুন 

রেলওয়ে লগইন
একাউন্ট লগইন কলরুন


From এ ক্লিক করে যে স্থান থেকে ভ্রমণ করবেন সেই স্থান সিলেক্ট করুন

To এ ক্লিক করে যে স্থানে ভ্রমণ করবেন ঐ স্থান সিলেক্ট করুন

◆ যে তারিখে ভ্রমণ করবেন সেই তারিখ সিলেক্ট করুন

◆ কোন কোচ ( সিট ) টিকিট কিনবেন সেই কোচ সিলেক্ট করুন 

◆ নীচে Search Train লিখতে ক্লিক করুন


Travel Spot
অনলাইনে ট্রেনের টিকিট কেটে নিন 

◆ এই পেইজে আপনার গন্তব্য স্থানে যত গুলো ট্রেন চলাচল করে সকল ট্রেনের নাম এবং বতর্মানে কত গুলো টিকেট আছে এসকল কিছু দেখতে পারবেন ।

Buy railway ticket online

 ◆ আপনি যে ট্রেনে করে ভ্রমণ করবেন সেই ট্রেন সিলেক্ট করুন এবং যেই কোচ (সিট) [শোভন , শোভন-চেয়ার, এসি, ] সিলেক্ট করুন । তারপর Book Now লিখতে ক্লিক করুন

Buy railway ticket online
◆  তারপর ট্রেনের বগি সিলেক্ট করুন এবং সিট নম্বর সিলেক্ট করুন  । আর একসাথে আপনি সর্বোচ্চ চারটি (৪) সিট কাটতে পারবেন । তারপর নিচে থাকা Continue Purchase লিখতে ক্লিক   করুন ।

How to buy train ticket
অনলাইনে ট্রেনের টিকিট কাটুন ২০২৩

Continue Purchase এ ক্লিক করার পর টিকিটের সকল তথ্য দেখতে পারবেন ( যাত্রীর তথ্য, টিকিটের তথ্য ও টিকিটের মূল্য ) 

How to buy train ticket online

নীচে স্ক্রল করে যাওয়ার পর পেমেন্ট অপশন দেখতে পারবেন । মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট দিয়ে আপনি খুব সহজেই ট্রেনের টিকিট কেটে ফেলতে পারবেন ।

Railway Ticket
বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটুন ঘরে বসেই

পেমেন্ট করার জন্য বিকাশ নগদ রকেট আছে যেকোনো একটা সিলেক্ট করে Proceed To Payment লিখতে ক্লিক করবেন , তারপর আপনার ( বিকাশ নগদ রকেট ) একাউন্টের নম্বর দিয়ে Next অপশনে ক্লিক করবেন , আপনার নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই কোড দিয়ে আবার Next করবেন , এখন আপনাকে এমাউন্ট ( টাকা ) দিতে হবে যত টাকা দিয়ে আপনি টিকিট কিনতে চাচ্ছেন টাকার পরিমাণ দিয়ে Next  এ ক্লিক করবেন, এই পেইজে আসার পর আপনি আপনার একাউন্টের পিন নম্বর দিবেন এবং Confirm এ ক্লিক করবেন তাহলেই আপনার টিকিট কাটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি এখান থেকেই আপনার টিকিটের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন ।

রেলওয়ে টিকিট কাটার  জন্য অনলাইনে পেমেন্ট করার উপায়

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার সমস্যা


আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার হয়েছে । যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করেন । ধন্যবাদ ।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top