কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যায় । Bangladesh Railway Ticket Online

DeshInfoBD
0

খুব সহজেই ট্রেনের টিকিট কাটুন কোনো প্রকার ঝামেলা ছাড়াই

মোবাইলের মাধ্যমে কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যায় | How To Create Account On Bangladesh Railway

বর্তমান সময়ে ট্রেনের টিকিট কাটার সব থেকে সহজ উপায় হলো নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকিট কাটা । অনলাইনে টিকিট কাটার নিয়ম অনলাইনে রেলের টিকিট কাটার জন্য যাত্রীকে অবশ্যই অনলাইনে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে একটি একাউন্ট থাকতে হবে । এই ওয়েবসাইটে একাউন্ট না থাকলে কোনো যাত্রী অনলাইনে ট্রেনের টিকিট করতে পারবে না । একাউন্ট করার জন্য গুগলে railway ticket লিখে সার্চ করতে হবে , তাহলে বাংলাদেশে রেলওয়ে নামে প্রথমেই এই ওয়েবসাইট টি আসবে ।

railway ticket
Railway Ticket Website

 একাউন্ট খোলার জন্য নিচের স্ক্রিন শট গুলো ফলো করুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য কি লাগে

Create railway account


Railway Tickets

Bangladesh Railway

online ticket

 অনলাইনে ট্রেনের টিকিট করতে কি কি প্রয়োজন 

 ◆ আপনার মোবাইল নাম্বার লাগবে 
◆ আপনার আইডি কার্ড লাগবে 
◆ আপনার জন্ম তারিখ লাগবে 
 ◆ আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন লাগবে 
 এই গুলো থাকলে আপনি খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য একাউন্ট করতে পারবেন এবং নিজেই নিজের জন্য টিকেট কিনতে পারবেন ।

 সহজ উপায়ে ট্রেনের টিকিট কাটুন
Railway E-TICKET in Bangladesh

পোষ্ট সম্পর্কে আপনার মতামত :
 আশা করি আমার এই পোষ্ট পরে আপনার একটু হলেও উপকার হয়েছে যদি আপনার একটুও উপকার হয় তাহলে আমার এই পোষ্ট লিখা স্বার্থক ,, আর যদি আপনার এই পোষ্ট পড়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করেন আমি আপনার কমেন্টের উওর খুব শীঘ্রই দিব । ধন্যবাদ

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top